More
  Home সারাদেশ ময়মনসিংহে বন্যায় ভাঙ্গন এলাকা পরিদর্শনে ডিসি মিজানুর রহমান 

  ময়মনসিংহে বন্যায় ভাঙ্গন এলাকা পরিদর্শনে ডিসি মিজানুর রহমান 

  আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের বিভিন্ন রাস্তাও বাড়ী ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। ২৯শে আগস্ট শনিবার ময়মনসিংহ জেলার মানবিক ডিসি (জেলা প্রশাসক) মিজানুর রহমান তাদের এই পরিস্থিতি দেখতে অষ্টধার ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত গ্রাম পরিদর্শন করেন।

  বন্যা কেড়ে নিয়েছে তাদের শেষ সম্ভল ভিটে-মাটি।নদীর ভাঙনের ফলে বসত বাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে পড়েছিলো অসংখ্য পরিবার। বন্যার পানিতে ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। শেষ সম্বল পৈত্রিক ভিটে বন্যার ভাঙ্গনের শিকার হয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন ফুটপাতে ও স্বজনদের বাড়িতে। নদী ভাঙ্গনে ইউনিয়নের রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ইউনিয়নের এসব ক্ষতিগ্রস্ত এলাকা ও সাধারন মানুষের করুণ অবস্হা স্বচক্ষে দেখার জন্য ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার মানবিক জেলা প্রশাসক মিজানুর রহমান। তিনি অষ্টধার ইউনিয়নের সেনেরচর ও ঝাপারকান্দা গ্রামের নদে ভাঙ্গন কবলিত জায়গা পরিদর্শন ও এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শুনেন,মানুষের এই দুরবস্থা দেখে তিনি ইউনিয়নের সমস্যা গুলি দ্রত সমাধান করার আশ্বাস প্রদান করেন। প্রচন্ড তাপের মাঝে ময়মনসিংহ জেলা ও উপজেলা সদরের সীমান্তবর্তী এলাকায় সদরের অষ্টধার ইউনিয়নের গ্রামের পরিবেশে জেলার একজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত হওয়ায় ডিসির মানবিকতায় মুগ্ধ অষ্টধার ইউনিয়নবাসী।

  এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ তারেক হাসান মুক্তা ও সহকারী ভূমি কর্মকর্তা এনামুল হক প্রমূখ।

  Most Popular

  যেসব লক্ষণগুলো দেখলে বুঝবেন সম্পর্কে দূরত্ব বাড়ছে

  সম্পর্ক একঘেয়ে হয়ে উঠলে দূরত্ব বাড়তে থাকে। সম্পর্ক গড়তে যতটা সময় লাগে, তার চেয়ে অনেক বেশি যত্ন নিতে হয় সেই সম্পর্ককে সুন্দর করে...

  আমাদের স্বপ্ন ইতালি, স্পেন: ‘কখনো দেশে ফিরে যাব না’

  ঢাকা, ২০ অক্টোবর- জাতিসংঘের অভিবাসীবিষয়ক সংস্থা আইওএমের শরণার্থী ক্যাম্পে আশ্রয় না পেয়ে বসনিয়ার ভেলিকা ক্লাদুসায় একটি পরিত্যক্ত কারখানার ভবনে আশ্রয় নিয়েছেন শতাধিক বাংলাদেশি।...

  চোখের পলকে ১২ লাখ টাকা হাওয়া

  রংপুর, ২০ অক্টোবর- রংপুরে চোখের পলকে হাওয়া হয়ে গেছে এক ঠিকাদারের সাড়ে ১২ লাখ টাকা। দিন দুপুরে নগরির ব্যস্ততম কাছারী বাজার...

  পেট চালাতে ‌হাঁড়িয়া বেচছেন জাতীয় গেমসে পদকজয়ী তরুণী

  নয়াদিল্লি, ২০ অক্টোবর- করোনা আবহে (Corona Pandemic) সংকটে দেশের বহু মানুষ। কারও চাকরি চলে গিয়েছে, কেউ নতুন চাকরির চেষ্টা করছিলেন, কিন্তু...