No menu items!
No menu items!
More
  Home প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে সম্পত্তি লিখে দিলেন তিনি
  Array

  প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে সম্পত্তি লিখে দিলেন তিনি


  12-247115 (1)

  ব‌রিশা‌ল, ১৫ নভেম্বর- ব‌রিশা‌লের বানারীপারা উপ‌জেলা আওয়ামীল‌ী‌গের সা‌বেক সহ সভাপ‌তি সুখ রঞ্জন ঘরামী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে ৫ শতাংশ জ‌মি লি‌খে দি‌য়ে‌ছেন।

  রোববার (১৫ নভেম্বর) দুপু‌রে বানারীপাড়া উপ‌জেলার চাখার সাব রে‌জি‌স্ট্রি অফি‌সে গি‌য়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে গ্রহীতা ক‌রে এই ৫ শতাংশ জমি লি‌খে দেন।

  আরও পড়ুন:  কুয়াকাটায় ‘নো মাস্ক, নো এন্ট্রি’ সার্ভিস

  সুখ রঞ্জন ঘরামী জান‌ান, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে তি‌নি মা‌য়ের ম‌তোই সম্মান ক‌রেন। তার প্রতি ভা‌লোবাসার নিদর্শনস্বরূপ এই ৫ শতাংশ জ‌মি‌ লি‌খে দেন।

  জানা ‌গে‌ছে, পি‌রোজপু‌রের স্বরুপকাঠী সংলগ্ন ব‌রিশা‌লের বানারীপাড়া উপ‌জেলার কাজলাহার গ্রা‌মে সুখ রঞ্জন ঘরা‌মির এই ৫ শতাংশ জ‌মি অব‌স্থিত। সম্প্র‌তি বানারীপাড়া উপ‌জেলা প‌রিষদ সুখ রঞ্জ‌নের জ‌মি সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু এবং শেখ হা‌সিনার প্রতিকৃতি নির্মাণ ক‌রে।

  এতে তিনি আন‌ন্দিত ও উচ্ছ্ব‌সিত হন, এরপর নি‌জে তার ৫ শতাংশ জ‌মি প্রধানমন্ত্রীর না‌মে লি‌খে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ ক‌রেন। সুখরঞ্জ‌নের স্ত্রী ছাড়াও চার ছে‌লে ও এক মে‌য়ে র‌য়ে‌ছে। না‌তি-নাতনীসহ প‌রিবা‌রের সদস্য সংখ্যা ১০ জন। প‌রিবা‌রের কেউ চাকুরি না পাওয়ায় এই ১০ জ‌নের ভরণ-পোষণ তা‌কেই কর‌তে হ‌চ্ছে। ৮০ বছর বয়‌সেও তিনি আইনজী‌বীর সহকারী হি‌সে‌বে কাজ ক‌রেন। সুখ রঞ্জ‌নের ইচ্ছা নি‌জেই জমির দ‌লিল প্রধানমন্ত্রীর হা‌তে তু‌লে দেবেন।

  সূত্র : সময় টিভি

  আর/০৮:১৪/১৫ নভেম্বর  Most Popular

  প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে সম্পত্তি লিখে দিলেন তিনি

  ব‌রিশা‌ল, ১৫ নভেম্বর- ব‌রিশা‌লের বানারীপারা উপ‌জেলা আওয়ামীল‌ী‌গের সা‌বেক সহ সভাপ‌তি সুখ রঞ্জন ঘরামী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে ৫ শতাংশ জ‌মি লি‌খে দি‌য়ে‌ছেন। রোববার (১৫...

  প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে সম্পত্তি লিখে দিলেন তিনি

  ব‌রিশা‌ল, ১৫ নভেম্বর- ব‌রিশা‌লের বানারীপারা উপ‌জেলা আওয়ামীল‌ী‌গের সা‌বেক সহ সভাপ‌তি সুখ রঞ্জন ঘরামী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে ৫ শতাংশ জ‌মি লি‌খে দি‌য়ে‌ছেন। রোববার (১৫...

  প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে সম্পত্তি লিখে দিলেন তিনি

  ব‌রিশা‌ল, ১৫ নভেম্বর- ব‌রিশা‌লের বানারীপারা উপ‌জেলা আওয়ামীল‌ী‌গের সা‌বেক সহ সভাপ‌তি সুখ রঞ্জন ঘরামী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে ৫ শতাংশ জ‌মি লি‌খে দি‌য়ে‌ছেন। রোববার (১৫...

  প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে সম্পত্তি লিখে দিলেন তিনি

  ব‌রিশা‌ল, ১৫ নভেম্বর- ব‌রিশা‌লের বানারীপারা উপ‌জেলা আওয়ামীল‌ী‌গের সা‌বেক সহ সভাপ‌তি সুখ রঞ্জন ঘরামী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌র না‌মে ৫ শতাংশ জ‌মি লি‌খে দি‌য়ে‌ছেন। রোববার (১৫...