More
  Home জাতীয় পার্কে শিশুদের মতোই খেলতে ব্যস্ত চার পাণ্ডা, (ভিডিও)

  পার্কে শিশুদের মতোই খেলতে ব্যস্ত চার পাণ্ডা, (ভিডিও)


  পাণ্ডা (Panda)। নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা–কালো রংয়ের ‘‌মিষ্টি’‌ এক প্রাণী। যার সারাদিনের কাজই হল অলসভাবে ঘুরে বেড়ানো কিংবা খাবার খাওয়া। আদতে হিংস্র হলেও বিভিন্ন সময়ে পাণ্ডাদের বিভিন্ন ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর নেটিজেনরাও বেশ মজা করেই তা দেখে থাকেন। সম্প্রতি এমনই চারটি পাণ্ডার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। যেখানে তাদের ছোট শিশুদের মতোই খেলতে দেখা যাচ্ছে। নেটিজেনরা প্রত্যেকেই ওই পাণ্ডাদের ভিডিওটিকে ইতিমধ্যেই পছন্দ করেছেন।

  করোনা আবহে মানু্ষ গৃহবন্দি। সোশ্যাল মিডিয়াতেই বেশিরভাগ সময় কাটছে প্রত্যেকের। আর তাই তো ভিডিও, মিম ভাইরাল হওয়ার পরিমাণও বেড়ে গিয়েছে। এমনই এই পাণ্ডাদের ভিডিওটি। ৩৪ সেকেণ্ডের ভিডিওটি টুইটার (Twitter) হ্যান্ডেলে শেয়ার করেছেন সিমন হপকিনস নামের এক ব্যক্তি। ছোট ছোট শিশুরা পার্কে গিয়ে যেভাবে স্লিপে চড়ে, সেভাবেই চার পাণ্ডাকে ওই ভিডিওটিতে স্লিপ চড়তে দেখা যাচ্ছে। অনেকেই তা দেখে হাসিতে ফেটে পড়েছেন।

  ইতিমধ্যে কয়েক হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। প্রত্যেকেই পাণ্ডাগুলোর এই কীর্তি দেখে মজা পেয়েছেন। অনেকেই ভিডিওটি শেয়ার করে তাঁদের প্রতি ভালবাসাও জানান। তবে ভিডিওটি কোথাকার?‌ তা অবশ্য জানা যায়নি। অনেকেই আবার বলেন, এই খারাপ সময়ে এরকম মন ভাল করা ভিডিও দেখানোর জন্য ধন্যবাদ।

  এম এন / ১৭ অক্টোবর  Most Popular

  সিনেমা-নাটকে বিয়ের দৃশ্যে ‘কবুল’ উচ্চারণে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

  ঢাকা, ২৯ অক্টোবর- দেশের সিনেমা-নাটকে বিয়ের দৃশ্য ধারণ করার সময় ‘কবুল’ শব্দ উচ্চারণে নিষেধাজ্ঞা চেয়ে তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ...

  আমি সেই কবিকে খুঁজছি

  সলিমুল্লাহ্ আমি সেই কবিকে খুঁজছি, যার কবিতার ছন্দে, বন্ধ হবে সব স্বৈরাচারের নিয়ম কানুন শৃঙ্খল। আমি সেই কবিকে খুঁজছি, যার ক্ষুরধার লিখনি খড়গহস্ত হয়ে দাঁড়াবে শোষকের মুখোমুখি। আমি সেই কবিকে খুঁজছি, যার কবিতার পংক্তিতে...

  আশাশুনিতে অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন

  আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনিতে পাঁচশত আসন বিশিষ্ট অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন...

  নাচোলে প্রতিবন্ধী, ক্যান্সার, কিডনী রোগীদের মাঝে চেয়ার ও চেক প্রদান

  মোঃ নাসিম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ, ক্যান্সার কিডনী লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ ও থালাসেমিয়া রোগীদের চেক...