More
  Home Lead News 2 দেশে করোনায় মৃত্যু কমেছে - DesheBideshe

  দেশে করোনায় মৃত্যু কমেছে – DesheBideshe


  দেশে করোনায় মৃত্যু কমেছে

  ঢাকা, ৮ নভেম্বর- দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুহার কমেছে। অপরদিকে পরীক্ষা, শনাক্ত ও সুস্থতার হার বেড়েছে।

  ৪৪তম সপ্তাহে (২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) পর্যন্ত সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৩ জন রোগীর মৃত্যু হলেও ৪৫তম সপ্তাহে মৃত রোগীর সংখ্যা ১২৬ জনে নেমে এসেছে। অর্থাৎ ৪৪তম সপ্তাহের তুলনায় ৪৫তম সপ্তাহে মৃত্যুহার ১১ দশমিক ৮৯ শতাংশ হ্রাস পেয়েছে।

  শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  এ সময়ে করোনায় মৃত্যুহার কমলেও বৃদ্ধি পেয়েছে নমুনা পরীক্ষা, শনাক্ত ও সুস্থ রোগীর সংখ্যা। ৪৪তম সপ্তাহে ৮৯ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা শনাক্ত হন ১০ হাজার ১৭৭ জন। আর সুস্থ হন ১০ হাজার ৫৮২ জন।

  ৪৫তম সপ্তাহে ৯৩ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ১১ হাজার ৮০ জন করোনা শনাক্ত হন। আর ১২ হাজার ৪২৩ জন সুস্থ হয়ে ওঠেন।

  দুই সপ্তাহের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে নমুনা পরীক্ষার হার ৪ দশমিক ২৪ শতাংশ, শনাক্তের হার ৮ দশমিক ৮৭ শতাংশ শনাক্ত এবং সুস্থতার হার ১৭ দশমিক ৪০ শতাংশ।

  এদিকে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী দুজন। এদের সবাই হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে।

  গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৮৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৮ হাজার ৭৭৪ জনে। এছাড়া এ সময়ে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।

  এদিকে গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবরেটরিতে ১১ হাজার ২৮৪টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ২৯ হাজার ৮৪২টি।

  ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ২৩ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৪ শতাংশ।

  সূত্র: জাগোনিউজ

  আর/০৮:১৪/৮ নভেম্বর  Most Popular

  ফের টুইট, পরাজয় স্বীকার না করার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

  ওয়াশিংটন, ২৪ নভেম্বর- যুক্তরাষ্ট্রের নির্বাচনে পরাজিত হওয়ার কথা কখনো স্বীকার করবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে গতকাল সোমবার মধ্যরাতে দেওয়া...

  আ.লীগকে স্বাধীনতা বিরোধী বলে পদ হারালেন দলের নেতা

  নারায়ণগঞ্জ, ২৪ নভেম্বর- নিজ দল আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী বলায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে দলের পদ থেকে অব্যাহতি...

  যুবলীগ নেতার বিরুদ্ধে শিক্ষককে পেটানোর অভিযোগ

  পটুয়াখালী, ২৪ নভেম্বর- পটুয়াখালীর মির্জাগঞ্জে এক যুবলীগ নেতার বিরুদ্ধে শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর সুবিদখালী সরকারী কলেজ রোড এলাকায়। মঙ্গলবার...

  জেরায় গোল্ড মনিরের জবানিতে রাঘববোয়ালদের নাম

  ঢাকা, ২৪ নভেম্বর- জেরার মুখে গোল্ড মনিরের জবানিতে বেরিয়ে আসছে রাঘববোয়ালদের নাম। যাদের সহযোগিতায় অবৈধভাবে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। সংশ্লিষ্ট...