More
  Home অপরাধ তাহিরপুর চড়াদামে বিক্রি হচ্ছে নিত‍্যপ্রয়োজনীয় শাকসবজি আলু, পেয়াজ, কাচামরিচ ও বেগুন।

  তাহিরপুর চড়াদামে বিক্রি হচ্ছে নিত‍্যপ্রয়োজনীয় শাকসবজি আলু, পেয়াজ, কাচামরিচ ও বেগুন।

  মুরাদ মিয়া, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজার গুলোতে স্বল্প আয়ের মানুষের ভরসার শাকসবজিও এখন নাগালের বাইরে চলে গেছে। চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। নিম্নবিত্তের মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় শাকসবজি এখন উচ্চবিত্তের খাদ্যে পরিণত হয়েছে। ছয় ধরনের সবজির মূল্য প্রতি কেজি ১০০ টাকা ছুঁয়েছে। বাকি সবজির বেশির ভাগের কেজি বিক্রি হচ্ছে ৬০/৭০ টাকার কাছাকাছি। সবজির এমন চড়া বাজারে নতুন করে দাম বেড়েছে ডিম, আলু, পেয়াজ, ও কাঁচামরিচের।

  তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। ডিমের দাম ডজনে বেড়েছে ৩০ টাকা পেয়াজের দাম বেড়েছে কেজিতে ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত ।

  খুচরা ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া আলুর দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা। ১১০ থেকে ১১৫ টাকা ডজন বিক্রি হওয়া ডিমের দাম বেড়ে ১৩৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৪০ থেকে ৫০ টাকা পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। অর্থাৎ কেজিতে কাঁচামরিচের দাম ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

  এদিকে শিম, পাকা টমেটো, গাজর, সঙ্গে নতুন করে ১০০ টাকা কেজির তালিকায় নাম লিখিয়েছে বেগুন। এর মধ্যে পাকা টমেটো গত কয়েক মাসের মতো এখনো ১২০ থেকে ১৪০ টাকা এবং বেগুনও গত সপ্তাহের মতো ৮০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে, পেয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ৬০থেকে ১০০,টাকা বেগুনের দাম কেজিতে বেড়েছে ৭০থেকে ৮০ টাক পর্যন্ত ।

  শুধু এই ছয় সবজি নয়, বাজারে অন্য সবজিগুলোও স্বস্তি দিচ্ছে না। পটোলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। এক হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। ঝিঙা, কাঁকরোল, কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

  বাজারে নতুন আসা ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে মুলা ও পেঁপে। এর মধ্যে মুলার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।

  স্বস্তি মিলছে না পেঁয়াজের দামেও। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০থেকে ১০০ টাকায়। আমদানি করা বড় আকারের ভারতীয় পেঁয়াজের কেজির জন্যও গুনতে হচ্ছে ১০৫ টাকা। গত মাসে ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই এমন চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

  নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামের বিষয়ে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের মুদি ব‍্যবসায়ী জাকির হোসেন,প্রতিবেদক কে বলেন , ‘বাজারে এসে মোটেও শান্তি পাই না। সবকিছুর দাম অস্বাভাবিক। ১০০ টাকার সবজি দিয়ে একবেলাও হয় না। সবজির এত দাম আমার ২৬ বছরের জীবনে আর দেখিনি।’ তিনি আরো বলেন, ‘অনেক দিন ধরেই সবজির দাম চড়া। এর মধ্যেই আলু, পেঁয়াজ,কাচামরিচ,বেগুন, ডিমের দাম বেড়ে গেল। আগে কখনো পুরাতন আলুর কেজি ৬০ টাকা কিনে খাইনি। এখন পুরাতন আলুর কেজি ৬০ টাকা কিনে খেতে হচ্ছে। এক পোয়া কাঁচামরিচ কিনতে হচ্ছে ৭৫ টাকা দিয়ে। ৫০ টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। সবকিছুর দাম এমন হলে আমরা চলব কীভাবে?’

  তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের শিবলী ফার্মেসীর পল্লিচিকিৎসক ডাঃ সামছুজাম্মান বলেন, ‘বাজারে সবজি কিন্তুে গেলে শুনি কোনো না কোনো পণ্যের দাম বেড়েছে। একের পর একটা জিনিসের দাম বেড়েই চলেছে। কিন্তু আমাদের আয় বাড়ার বদলে উল্টো কমেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আমাদের পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে।’

  সবজির দামের বিষয়ে ব‍্যবসায়ীদের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করা (উত্তর শ্রীপুর) শ্রীপুর বাজারের ব্যবসায়ীরা বলেন, বাজারে আগের তুলনায়,পেপের সরবরাহ বেড়েছে। কিন্তু অন্যান্য সবজির সরবরাহ তুলনামূলক কম। এ কারণে শীতের আগাম সবজি আসার পরও দাম কমছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শীতের সবজি ভরপুর না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই

  Most Popular

  মতলবে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, ঘাতক আটক

  মোঃনজরুল ইসলাম, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলার মতলব পৌরসভার উত্তর বাইশপুর গ্রামে সামছুন নাহার (৬৫) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল...

  সৌমিত্রের ডায়ালিসিস শিগগিরই – DesheBideshe

  কলকাতা, ২৯ অক্টোবর- রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। জানা গেছে- থেরাপি শুরুর...

  শার্শায় ইজিবাইকসহ ফেনসিডিল জব্দ, আটক-১

  সোহেল রানা, যশোর প্রতিনিধিঃযশোরের শার্শায় ৭০ বোতল ফেনসিডিলসহ নাজিম উদ্দিন (২১) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি ইজিবাইক জব্দ করা...

  কবি সফিক আলম মেহেদী ও সঙ্গীত শিল্পীর শিরিন আক্তার চন্দনার বিয়ে”

  হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজ, আইবিএন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি :বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও কবি সফিক আলম মেহেদী এবং বিটিভির নন্দিত সঙ্গীত শিল্পী শিরিন আক্তার...